সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের আয়োজনে উত্তর কাটিয়ায় কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারী) বিকেলে উত্তর কাটিয়া পাড়া কমিটিতে নারীর মানবাধিকার রক্ষা ও নারীর মানবাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য রোকেয়া বেগমকে সভাপতি ও নাছিমা নাসরিনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের একটি পাড়া কমিটি গঠন করা হয়।
সম্মেলনে সভাপত্বিত করেন বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি সালেকা হক কেয়া।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, জেলা কমিটি সদস্য নাছিমা খাতুন, ব্রাঞ্চ এক্সিকিউটিভ মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নারীর নেতৃত্ব, কর্মক্ষেত্রে অবদান, নারীর অগ্রগতি, নারীর বঞ্চনা ও বৈষম্যের কথা তুলে ধরেন। অতিথিবৃন্দ বলেন, অধিকার আদায় ও যোগ্যতায় বাংলাদেশের নারীরা অনেক এগিয়েছে, সমাজের বৈষম্য ও সহিংসতা বন্ধ করতে পারলে দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে। নারীরা তাদের প্রাপ্য অধিকার পাবে, সমাজে মাথা উঁচু করে দাড়াতে পারবে। পরিবার ও সমাজে নারীদের মর্যাদা ফিরে পাবে। নারীকে পরিবারের বোঝা নয় পরিবারের অংশ ভাববে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]