সাতক্ষীরা সদর উপজেলার শিব নগরের একটি মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। বিষ প্রয়োগের ফলে বুধবার (২০ এপ্রিল ) সকালে মাছের ঘেরে , রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। সাতক্ষীরা সদর উপজেলার শিব নগরের রাকিব হাসান রনির মাছের ঘেরে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরো দাবি করেন, সদর উপজেলার রাজনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিন্টুর , একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মনিরুল ইসলাম, মো.কামরুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম মঙ্গলবার রাতে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করেন ।
তিনি আরো দাবি করেন, এখান থেকে বেশ কয়েকদিন আগে তাদের ঘেরের সেচের মটর চুরি করার কারণে প্রতিবাদ করায় তাঁরা এই ঘটনা ঘটিয়েছে, এর আগেও তাঁরা এলাকায় বিভিন্ন ঘেরে মাছ চুরি ও বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান,রাকিব হাসান রনি থানায় অভিযোগ করেছে,বিষয়টি তদন্ত করে আইননুযায়িক ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]