করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর ৪টায় তিনি মারা যান।
মৃতের নাম বেল্লাল হোসেন (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের মুহবুর রহমানের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মণ্ডল জানান, গত ১২ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সদর উপজেলার বাঁশদহা গ্রামের কৃষক বেল্লাল হোসেন। পরদিন তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হলেও বৃহষ্পতিবার পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। শুক্রবার ভোর ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্যবিধি ও ধর্মীয় রীতিনীতি মেনে তার লাশ দাফনের পরামর্শ দেয়া হয়েছে। তার বাড়ি লকডাউন করার প্রস্তুতি চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]