সাতক্ষীরা মেডিকেল কলেজ অর্থোপেডিকস বিভাগের আয়োজনে বাংলাদেশ স্পাইন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় বিশ্ব মেরুদন্ড দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে একটি মনোরম র্যালি অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ ক্যাম্পাসে।
র্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর আরিফ আহমেদ।
উপস্থিত ছিলেন অত্র মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শীতল চৌধুরী ।
এ ছাড়াো অংশ নেন সকল বিভাগীয় প্রধানগণ , কনসালটেন্ট, মেডিকেল অফিসারও বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও কর্মচারী কর্মকর্তাবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য পরিচালক মহোদয় অত্র হাসপাতালে স্পাইন সার্জারি চালু করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রিন্সিপাল তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন স্পাইন সার্জন ডাক্তার মো. মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে শীঘ্রই স্পাইন ইউনিট খোলার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।
এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য অর্থোপেডিক্স বিভাগের সকল চিকিৎসককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন সাতক্ষীরার ২৪ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে মেডিকেল কলেজ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]