নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও রোগীদের সঙ্গে থাকা স্বজনদের মোবাইল ফোন চুরির ঘটনা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নানা কৌশলে হাসপাতালে মোবাইল ফোন হাতিয়ে নিচ্ছে চোর চক্র সিন্ডিকেট। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগী মোঃ হান্নান বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিকস্ ভবনের বারান্দায় চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ১টায় বাড়ি কথা বলে ফোন রেখে দিয়েছি রাত ৩টায় হঠাৎ করেই বেডের পাশে থাকা আমার ফোনটি পাওয়া যাচ্ছে না। আমার বালিশের পাশে কিছু টাকা ছিলো সেগুলো পাওয়া যাচ্ছে না। পাশের বেডে ভুক্তভোগী সাইমুন নাহার বলেন, ‘আমার রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিকস্ ভবনের বারান্ডায় ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ভোরের দিকে বেডে থাকা আমার একটি স্মার্টফোন ও ৪ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞাত পরিচয় চোরেরা।
এ বিষয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শেখ কুদরত-ই-খুদার মুঠোফোনে কয়েকবার ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]