সাতক্ষীরায় ম্যাক্স ফাউন্ডেশনের সহযোগিতায় এবং এসকেএস ফাউ-েশন কর্তৃক বাস্তবায়িত ম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের অংশ হিসাবে সাতক্ষীরা সদর উপজেলার ১২নং বল্লী ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম ‘বল্লী পূর্ব পাড়া স্বাস্থ্যকর গ্রাম”পরিদর্শণ করা হয়েছে।
পরিদর্শন কালে সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম আসাদুজ্জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, উপরিচালক-স্থানীয় সরকার এর প্রতিনিধি ও সহকারী কমিশনার, সুমনা আইরিন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপি ও বল্লী ইউনিয়নপরিষদ চেয়ারম্যান বজলুর রহমান। পরিদর্শন কালে পরিদর্শক দল বল্লীপূর্বপাড়া গ্রামের কমিউনিটি সাপোর্ট গ্রুপের সাথে মত বিনিময় করেন এবং তাদের কমিউনিটি উন্নয়নের গল্প শোনেন।
এ ছাড়াপরিদর্শক দল কয়েকটি খানা পরিদর্শন করেন এবং উঠান বৈঠক দলের মায়েদের সাথে কথা বলেন। সবশেষে ইউনিয়ন পরিষদের সাথে মত বিনিময়করেন।
পরিদর্শনে গস্খামটির মানুষের স্বাস্থ্য অভ্যাস ও আচরণ গত পরিবর্তন গুলো নিবিড় ভাবে প্রত্যক্ষ করেন এবং তাদের পরিবর্তনে কোন কোন বিষয়গুলো এবং কিভাবে সহায়তা করেছে তা জানার চেষ্টাকরেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত জেলাপ্রশাসক-সার্বিক মহোদয় বলেনম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্পের কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, ম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্প কমিউনিটির মানুষের স্বাস্থ্য সচেতনতা তৈরি ও আচরণের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]