সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নারগিস’র সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান, রুপ কুমার মন্ডল প্রমুখ।
এসময় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়। এসময় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]