সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী সাতক্ষীরা শহরের ২শত বাড়িতে আম্রুপলি জাতের ১শত আম গাছের চারা ও ১শত সুগন্ধি লেবুর চারা রোপণ করা হয়।
ঢাকাস্থ আস-সুন্নাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘বৃক্ষরোপণ প্রকল্প ২০২২’ এর আওতায় সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করেন।
সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের নেতৃত্বে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ শিমুল হোসেন বাবু। এছাড়া ক্লাবের সদস্য শাহারিয়ার হোসেন, ওমর ফারুক বিপ্লবসহ সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘বৃক্ষরোপণ প্রকল্প ২০২২’ এর আওতায় সারাদেশে ৫০ হাজার বৃক্ষরোপণের সিদ্ধান্ত হয়। তারই আলোকে সারাদেশে মাদরাসা, মসজিদ, স্কুল-কলেজ, স্থানীয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের চাহিদা মোতাবেক আবেদনের প্রেক্ষিতে এসব গাছ বিতরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]