বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের অফিসে তালা দিয়েছে ছাত্রলীগ। তালা দিয়ে অফিস কক্ষে রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যানসহ ৭ জনকে আটকে রাখা হয়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) আনুমানিক দুপুর ২ টার পরে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু জানান, বৃহস্পতিবার দুপুর ২টার পরে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানের নেতৃত্বে ১৫/২০ জন অফিসে এসে তালা লাগিয়ে দেয়। এসময় অফিস রুমে রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হকসহ ৭ জন আটকা পড়ে।
ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কোন সদস্য নন। অথচ তিনি গায়ের জোরে এ কাজ করছেন। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের মনোনয়ন পত্র সংগ্রহের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর জোর পূর্বক নির্বাচনী আচরণবিধি অমান্য করে নিয়ম-নীতির তোয়াক্কা না করে মনোনয়ন পত্র নিতে চান জেলা ছাত্রলীগ সভাপতি। তিনি একটি পক্ষকে সুবিধা দিতে এঘটনা সৃষ্টি করেছে।
এ ঘটনায় ছাত্রলীগের সভাপতির নিজস্ব ০১৭৬৪২৩৬৬৩২ নম্বর মুঠোফোনে যোগাযোগ করা হলে কথা বলা সম্ভব হয়নি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম জানান, তিনি রেড ক্রিসেন্ট অফিসে তালা মারার ঘটনা শুনেছেন। তিনি এবিষয়ে বিস্তারিত কিছু জানেন না। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অফিসে তালা মারার ঘটনা জানতে পেরে তিনি সদর থানার অফিসার ইনচার্জকে জানালে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাইস চেয়ারম্যানসহ অবরুদ্ধদের তালা খুলে উদ্ধার করে।
এব্যাপারে সাতক্ষীরার সচেতন মহল ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও অভিযুক্তদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]