সাতক্ষীরা শহরের সুলতানপুর ও মুনজিতপুর এলাকায় হাঁস-মুরগী চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত রাতে সংঘবদ্ধ ছিচকে চোরের দল মানুষের বাড়ি থেকে হাঁস-মুরগী চুরি করছে বলে জানা গেছে। ব্যাপক হারে এই হাঁস-মুরগি চুরি বৃদ্ধি পেয়েছে। ফলে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
ভুক্তভোগীরা জানান, গত বৃহস্পতিবার দিনের বেলায় মুনজিতপুরের মীর আকবর আলী’র বাড়ি থেকে চুরি হয় ৫/৬টি রাজহাঁস, তার পরের রাতে সুলতানপুরের মো. গুলজারের বাড়ি ও মিঠুর
বাড়ি থেকে হাঁস ও মুরগী চুরি হয়েছে।
আবাসিক এলাকায় একের পর এক চুরি সংঘটিত হওয়ায় জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে।
সচেতন মহল ও এলাকাবাসী মনে করছেন, মাদক সেবীরা নেশার টাকার জন্য প্রতিনিয়ত এই হাঁস-মুরগী চুরি করছে।
চুরির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগি ও সচেতন মহল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]