দেশে করোনায় মৃত্যুর সংখ্যা হার একশ বেশি হাড়িয়ে গেছে। সরকারী নির্দেশনায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলতে বলা হয়েছে। সরজমিনে দেখা যায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে সাতক্ষীরা শহরে কদমতলার মেসার্স রাসেল এন্টারপ্রাইজের তত্বাবাধনে সিটি কলেজ মোড়ে হাজির গ্যারেজ মার্কেট গলিতে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
২৬ এপ্রিল সোমবার সকালে শহরের সিটি কলেজ মোড়ে হাজির গ্যারেজ মার্কেট গলিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মেনে ক্রেতাদের গাদাগাদি ভিড়ের মধ্য দিয়ে কদমতলার মেসার্স রাসেল এন্টারপ্রাইজের প্রোঃ শেখ সিরাজুল ইসলামের তত্বাবাধনে ট্রাক ভ্রামমানে টিসিবি খাদ্য সামগ্রী পন্য বিক্রি করা হচ্ছে অভিযোগ করেন সচেতন মহল। খাদ্য সামগ্রী পন্য মধ্যে প্যাকেজ বিক্রি করা হয়েছে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা ও ১ কেজি মসুর ডাল।
এদিকে সাধারণ ক্রেতারা অভিযোগ করে বলেন, সাতক্ষীরার অন্যন্য টিসিবি পন্য ডিলার ব্যক্তিরা ৫ লিটার পটের সয়াবিন তেল বিক্রি করছেন। অথচ টিসিবি পন্য ডিলার কদমতলার মেসার্স রাসেল এন্টারপ্রাইজ ৫ লিটার পটের সয়াবিন তেল পাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ক্রেতারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]