শহরে সরকারি জায়গা দখল করে ক্লাব নির্মাণ বন্ধ করলো মোবাইল কোর্ট। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ই ডিসেম্বর) সকালে ১১ টায় শহরের কামালনগরে মোবাইল কোর্ট পরিচালনা করে কামালনগর স্পোর্টিং ক্লাবের নির্মাণ কাজ বন্ধ করে মোবাইল কোর্ট।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী। এসময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী বলেন, সরকারি জায়গা দখল করে কামালনগর স্পোর্টিং ক্লাবের নির্মাণ কাজ হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। এজন্য তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে নির্মাণ কাজ বন্ধ করেছি।
তিনি বলেন, আমরা নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল জব্দ করেছি। ভবিষ্যতে সরকারি জায়গা দখল না হয় সেদিকে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]