নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম খেলোয়াড়দের মিলন মেলায় পরিনত হয়। সাতক্ষীরা স্টেডিয়ামের পুরানো দিনের ঐতিহ্য মেলবন্ধু ও উৎসব মুখর পরিবেশ দর্শক গ্যালারীতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রীতি ফুটবল ম্যাচে লাল দল বনাম সবুজ দল অংশ নেয়। বয়সের ভারে অনেকে নুয়ে পড়লেও দুটি দল খুব সুন্দর ক্রীড়া নৈপূণ্যতার মধ্য দিয়ে ভালো খেলা উপহার দেয়। দর্শক গ্যালারী প্রীতি ফুটবল ম্যাচটি আনন্দের সাথে উপভোগ করে। লাল দল বনাম সবুজ দলের ক্যাপ্টেন ছিলেন ফিরোজ রহমান এবং সবুজ দলের ক্যাপ্টেন ছিলেন গ্যাস বাবু। খেলায় অংশগ্রহণকারী অন্যান্য খেলোয়াড়রা হলেন- শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড় জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু, রিপন, রতন, মিতু, উজ্জল, সেলিম, তৌহিদুর, মুনসুর, শুভ্র, পথিক, খোকা ও ময়নাসহ শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়রা অংশ নেয়। প্রীতি ফুটবল ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
ক্যাপশন : সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়রা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]