নিজস্ব প্রতিবেদক: মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র উদ্যোগে ৮,৯ ও ১১ নভেম্বর.২৪ শুক্র, শনি ও সোমবার টেরে দেশ হোমস (টিডিএস) নেদারল্যান্ড এর আর্থিক সহযোগিতায় ‘স্টেপ আপ দ্যা ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিল্ড্রেন’(সুফাসেক) প্রকল্পের শিশু যৌন শোষণ প্রতিরোধে সাতক্ষীরা আইন ও শালিস কেন্ত্র (আসক) এর প্রকল্প অফিস ও সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আসক’র শিশু দল ও চেইজ্ঞ এজেন্টদের সাথে বার্ষিক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গত ১ বছরের কাজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং কাজ করার ক্ষেত্রে তারা যে চ্যালেঞ্জের সম্মুখিন হন উক্ত চ্যালেজ্ঞ গুলি মোকাবেলা করার ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেন সে বিষয়ে আলোচিত হয়।
উক্ত বার্ষিক অভিজ্ঞতা বিনিময় সভায় শিশু দল ও চেইজ্ঞ এজেন্ট গ্রুপের ৭৫ জন ছেলে মেয়েসহ আইন ও সালিশ কেন্দ্রের সুফাসেক প্রকল্পের প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]