সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্ট স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ঝাউডাঙ্গার তেলকাড়া।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলার প্রথমার্ধের ১২মিনিটে ঝাউডাঙ্গা ফুটবল একাদশের ৪নম্বর জার্সীধারি খেলোয়াড় রুবাই গোল করে দলকে এগিয়ে নেন।
১৫মিনিটে তেলকাড়া ফুটবল একাদশের ১৫নম্বর জার্সীধারি খেলোয়াড় আল মামুন গোল করে দলকে সমতায় ফিরিয়ে মধ্য বিরতিতে যায়।
বিরতির পরে মুহুর্মুহু আক্রমণের মধ্য নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় খেলাটি ড্র থেকে সরাসরি টাইব্রেকারে ৪-২ গোলে স্বাগতিকদের হারিয়েছে তেলকাড়া।
খেলাটি পরিচালনা করেন জাফরুন খান চৌধুরী শামু। তাকে সহযোগিতা করেন নাজমুল হুদা খোকন ও হাসনাত।
বিপুল সংখ্যাক দর্শকেরর পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, মুজিবুল হক পুলিশ, আজমল, গোত্তম মন্ডল, মাসুদ রানা, কবির, আলাউদ্দিন, মিন্টু ঘোস, রেজা, হাবিব, মহিন, রানা, রাজু মোয়াল্লেম জাহাঙ্গীর হোসেন বুলু, আলামিন, ইকরামুল, রোহান, মাস্টার মহিউদ্দিন, আব্দুল কাদের সাহেব প্রমুখ।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে প্রথম রাউন্ডের ৪র্থ খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]