সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্ট পাথরঘাটাকে ২-০গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তুজুলপুর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলার প্রথমার্ধে ২৪মিনিটে তুজুলপুর ফুটবল একাদশের ১২নম্বর জার্সীধারি খেলোয়াড় শুভ গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
বিরতির পরে মুহমুহ আক্রমণের মধ্য ১৬মিনিটে তুজুলপুরেরর ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে নিজেদের জয় নিশ্চিত করে।
খেলাটি পরিচালনা করেন জাফরুনখান চৌধুরী শামু। তাকে সহযোগিতা করেন নাজমুল হুদা খোকন ও হাসনাত।
বিপুল সংখ্যাক দর্শকেরর পাশাপাশি খেলাটি উপভোগ করেন মুজিবুল হক পুলিশ, আসাদুজ্জামান আসাদ, মোয়াল্লেম জাহাঙ্গীর হোসেন বুলু, সাকিবুল হাসান(সাইদুর), কবির, আজমল, হাফিজুল, নুরহোসেন, মিন্টু ঘোস, আলমগীর হোসেন, কৃষ্ণ পদ, সাগর, ময়না প্রমুখ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে ২য় সেমিফাইনাল খেলায় সাতক্ষীরার গোবিন্দকাটি ফুটবল একাদশ বনাম সাতক্ষীরার তালতলা ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]