মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর বক্তৃতা পেশ দেন রেহেনা আক্তার বানু, রুহুল আমিন বাবলু,শর্মিষ্ঠা মজুমদার,দেবজনিতা সরকার,স্বাত্বত সুন্দর মন্ডল,সুধাংশু কুমার গায়েন,অফিস সহকারী শামীম রেজাসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী।
এ সময় বক্তারা বলেন,বুদ্ধিজীবীরা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। এই সন্তানদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার একটি কঠিন প্রয়াস বাস্তবায়ন করা হয়। বিগত ফ্যাসিস্ট সরকার এই বুদ্ধিজীবী দিবসকে ভিন্নভাবে বাঙালি জাতির সামনে উপস্থাপন করেছে বুদ্ধিজীবী দিবসের সঠিক ইতিহাস আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে তা না হলে আগামী প্রজন্ম একটি ভুল ইতিহাস জেনে থাকবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি বিশেষ দোয়া ও মাগফেরাত কামনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]