সাতক্ষীরা সদরের পাথরঘাটায় ফুটবল টুর্নামেন্টের ১-০ গোলে পাথরঘাটা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে তুজুলপুর ফুটবল একাদশ।
শুক্রবার (২৮ আগস্ট) বিকালে পাথরঘাটা ফুটবল মাঠে ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য কোন দলই গোল করতে না পেরে গোল শুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়।
বিরতির পরে তুজুলপুর ফুটবল একাদশের এজাজ আহমেদ গোল করে দলকে এগিয়ে নেন। পরে
নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ১ গোলেই জয়লাভ করে তুজুলপুর।
খেলাটি পরিচালনা করেন মুজিবুল হক পুলিশ। তাকে সহযোগিতা করেন ফয়সাল ও আমানুল্লাহ।
বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন আসাদুজ্জামান আাসাদ, মেসার্স সরদার স্টোরের স্বত্বাধিকারী মাজেদ, মোয়াল্লাম জাহাঙ্গীর হোসেন বুলু, সাধন, মাস্টার আবুল সাহেব, মাস্টার তানজেল, কবিরুল, নুর হোসেন, ইমন, আলমগীর, মহিন, মাহফুজ, আমিরুল ইসলাম, আব্দুর রহমান, নাইম, সোহাগ, মোহাম্মদ আলি, রিপন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]