বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ভোটকেন্দ্রভিত্তিক পরিচালক ও সহকারী পরিচালকদের নিয়ে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টায় ফিংড়ী বাজার ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মাদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জুম্মান আলীর সঞ্চালনায় শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সম্মানিত নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন জামায়াতের টিম সদস্য, সম্পাদকমণ্ডলী, এবং ভোটকেন্দ্রভিত্তিক পরিচালক ও সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামী নির্বাচনে পরিচালক ও সহকারী পরিচালকগণকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য এখন থেকেই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যথাযথ প্রস্তুতি নিতে হবে।”
সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]