"মাদক না বলি ফুটবল কে হ্যাঁ বলি" এই স্লোগান কে সামনে নিয়ে। সাতক্ষীরা সদরের হাওয়ালখালী শহীদ হাফিজ মুনছুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায়, জামতলা ফুটবল একাদশকে হারিয়ে কলারোয়া ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে, শহীদ হাফিজ মুনছুর স্মৃতি সংঘের আয়োজনেও হাসানুজ্জামানের সার্বিক ব্যবস্হাপনায়, কলারোয়া বনাম জামতলার মধ্যকার খেলা শুরুর ৮ মিনিটে কলারোয়া ফুটবল একাদশের ১৭ নং জার্সিধারী খেলোয়ার বাবু একটি গোল করে দলকে এগিয়ে নেয়,১৪ মিনিটে জামতলার ১১ নং জার্সি ধারী খেলোয়ার তাহের গোল করে খেলায় সমতা ফিরিয়ে মধ্যবিরতীতে যায়।
বিরতির পর খেলা শুরুর ১৫মিনিটে কলারোয়ার ১০নং জার্সি ধারী খেলোয়ার শামীম গোল করে ব্যবধানবাড়ান,১৮মিনিটে প্লানট্রি শটে জামতলা গোল করে আবার ও সমতা ফিরিয়ে সরাসরি ট্রাইব্রেকারে ৫---৪ গোলে কলারোয়া জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাজমুল হুদা। তাকে সহযোগিতা করেন সাইদুর রহমান ও ইকরামুল। শ্রাবণের এই পড়ন্ত বিকেলে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
আগামী শনিবার একই মাঠে ফাইনালে কলারোয়া বনাম কেঁড়াগাছি ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হবে বলে জানিয়েছেন, আয়োজক কমিটি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]