সাতক্ষীরা সদরে কোরিয়ার মুসলিম কমিউনিটি প্রবাসির সহায়তায় চাদর বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় সদয় উপজেলার বিভিন্ন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝাউডাঙ্গা ফজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ ইকবাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন- মাওঃ আঃ সালাম, উদ্বোধনী বক্তব্য দেন- মোঃ সাইফুল্লাহ। দোয়া মোনাজাত পরিচালনা করেন- ঝাউডাঙ্গা হাফিজিয়া মাদ্রসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ আবু মুসা।
সমগ্র অনুষ্ঠিানটি পরিচালনা করেন- ঝাউডাঙ্গা মানবতার বন্ধনের প্রচার সম্পাদক বি.এম বিপ্লব। এসময় বিভিন্ন এলাকায় গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সদরে বিভিন্ন এলাকায় মোট একশত পরিবারকে এই শীতবস্ত্র বিতারণ করা হয়। এসময় আয়োজকদের ব্যবহারে সাধারণ মানুষ চাদর নেওয়ার সময় আবেগআপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য, সাতক্ষীরা সদরের হতদারিদ্র্যদের একটু হলেও শীতের কষ্ট নিবারণের জন্য প্রতি বছর এ ধরনের প্রচেষ্টা করে যাচ্ছে প্রবাসী বাঙালীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]