মাহফিজুল ইসলাম আককাজ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা
ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
মো. হাবিবুর রহমান হবি, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ, সৈয়দ নাজমুল হক বকুল প্রমুখ।
সাতক্ষীরা সদর উপজেলার ৭৬ টি পরিবার ও ১২টি প্রতিষ্ঠানের মাঝে মোট ৯২ বান ঢেউটিন এবং বান প্রতি ৩ হাজার টাকা করে সর্বমোট ২ লক্ষ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে একই সময়ে
সাতক্ষীরা সদর উপজেলার ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে টিআর প্রকল্পের আওতায় সদর উপজেলার ৯টি ক্লাবের অনূকূলে মোট ৪ লক্ষ ৬৮ হাজার টাকা করে প্রত্যেক ক্লাবকে ৫২ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন বীর মুক্তিযোদ্ধা
মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]