“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্লাবন ভূমি/বর্ষা প্লাবিত ধান ক্ষেত/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য দপ্তর’র বাস্তবায়নে সদর উপজেলার পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাসান সাজ্জাদ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. করিমুল হক, সদর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।
২০২১-২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্লাবন ভূমি/বর্ষা প্লাবিত ধান ক্ষেত/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য সপ্তাহে সদর উপজেলার ২২টি জলাশয়ে ৬৫৪ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]