নিজস্ব প্রতিনিধি: ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় বাস্তবায়নযোগ্য প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী ভুক্ত কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারী) সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন ও অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।
কৃষক প্রশিক্ষণে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা ও সাতক্ষীরা সদর উপজেলার প্রদর্শনী ভুক্ত ৬০ জন কৃষক কৃষাণী অংশ নেয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]