নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে ৩দিন ব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।
মেলায় সদর উপজেলার বিভিন্ন কৃষি উৎপাদিত পণ্য ৯টি স্টলে স্থান পেয়েছে। মেলার উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া’র সভাপতিত্বে কৃষি মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ।
কৃষিই দেশের মূল চালিকা শক্তি। কৃষির উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক সহযোগিতা দিয়ে যাচ্ছে। বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ দেশের কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, কৃষি মেলার আয়োজন করে কৃষকদের উৎসাহ প্রদান করলে কৃষকরা আরো বেশি অনুপ্রাণিত হবে।
তিনি সদর উপজেলা কৃিষ সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এতো সুন্দর একটি মেলা আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ।
উপসহকারি কৃষি অফিসার অমল ব্যাণার্জী, আব্দুল আলিম, এস.এম ইকবাল আহমেদ, আফজাল হোসেন ও ইউনিয়ন কৃষি অফিসার মো. আনিছুর রহমান প্রমুখ। এসময় সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, কৃষি অফিসার, ও কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]