মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: বদলী জণিত কারণে বিদায়ী সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সদরের স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুল।
বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাতক্ষীরা পৌর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, তথ্য আপা হীরা খাতুন, স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস।
সহকারি শিক্ষক সুকুমার সরকার, ফয়জুল হক বাবু, অনিমেষ সরকার ও ডালিয়া সুলতানা প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাতক্ষীরা পৌর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মমিনুর রহমান মুকুল বলেন, “সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা সাতক্ষীরায় তার কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে নিরলসভাবে পরিশ্রম করেছেন।
তিনি তার উপর সরকারি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মানুষদের অত্যন্ত আপন করে নিয়েছিলেন। যেকারণে তিনি সাতক্ষীরা থেকে বদলী হয়ে গেলেও সাতক্ষীরা সদর উপজেলাবাসী তাকে সারাজীবন মনে রাখবে বলে আমি মনে করি।” এসময় সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]