আবু সাঈদ, সাতক্ষীরা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সাতক্ষীরা সদর থানায় আগুন লুটপাট চালায় দূর্বত্তরা। এসময় সাতক্ষীরা সদর থানা থেকে লুট অস্ত্র গুলিসহ দুইজনকে আটকে করেছে র্যাব।
৩১ আগস্ট (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে সাতক্ষীরার সুলতানপুর এলাকা থেকে ২টি ওয়ান শুট্যারগান, একটি বিদেশী পিস্তল, চরাউন্ড গুলি, এমএম গুলি ১৫ রাউন্ডসহ সদর থানা থেকে পুড়িয়ে দেওয়া ২টি মোটরসাইকেলের অবশিষ্ট কিছু অংশসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন, সুলতানপুর গ্রামের মো. আব্দুল মজিদ গাজীর পুত্র ফরহাদ হোসেন (২৭) ও একই এলাকার শেখ সাখাওয়াত হোসেন পুত্র মোঃ মেহেদী হাসান (২১)।
বিষয়টি নিশ্চত করে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে কোম্পানী কমান্ডার মো. ফয়সাল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে কতিপয় দৃষ্কৃতিকারী সাতক্ষীরার বিভিন্ন থানায় আগুন দিয়ে অস্ত্র গোলাবারুদ লুটকরে। লুটকৃত অস্ত্র ও গুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য মো. ফরহাদ হোসেনের বাড়ির রান্নাঘরের মাটি ঘুরে পুতে রাখা অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের সাতক্ষীরা সদর থানায় দেশের প্রচলিত অস্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]