ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির বিরুদ্ধে অভিনব কাইদায় চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। দলিলের পাতার এক কর্ণারে সাংকেতিক চিহ্ন থাকে সেটা ব্যাবহার করে প্রতিটি দলিল সম্পাদনে সমিতির নামে অতিরিক্ত তিন হাজার করে টাকা আদায় করা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে।
অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের দুর্নীতি, অফিসের নাম করে সরকারি রাজস্বের অতিরিক্ত অর্থ আদায় করার একাধিক অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকারও অধিক আদায় করছেন জমির ক্রেতারদের নিকট থেকে। দলিল লেখক সমিতির নামে এবং অফিসের নাম করে এই অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
সাতক্ষীরা পৌরসভা এলাকার জমি কবলা দলিল প্রতি ১ লক্ষ টাকার দলিলে সরকারি রাজস্ব আসে ১১৫০০ টাকা। সেখানে ক্রেতারদের কাজ থেকে আদায় করে ১৪৫০০ হাজার টাকা। ইউনিয়নের ভিতর জমির কবলা দলিল প্রতি ১লক্ষ টাকার দলিলে সরকারি রাজস্ব আসে ৭০০০ হাজার টাকা সেখানে ক্রেতারদের কাজ থেকে আদায় করে ১০০০০ টাকা। হেবা দলিলে সরকারি রাজস্ব আসে ৫৫০০ সেখানে ক্রেতারদের কাজ থেকে আদায় করে ৮৫০০ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলিল করতে আসা গ্রহিতা জানান, আমি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমির দলিল করার জন্য আমার থেকে দলিল লেখক সমিতির কথা বলে ৩০০০টাকা অতিরিক্ত নিয়েছে। আমি জানতে চাইলাম দলিল লেখক সমিতির জন্য কেন টাকা দেব তখন দলিল লেখক বললেন এখানে দলিল লেখক সমিতির টাকা না দিলে কোনো দলিল রেজিস্ট্রি হবে না।
আমি সরকারি রাজস্ব দিয়ে জমির দলিল করবো কিন্তুু বাড়তি টাকা ছাড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল হয় না। আমরা সাধারণ মানুষ দলিল লেখক সমিতির বাড়তি টাকা নেওয়া বন্ধের জোর দাবি জানাচ্ছি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা পৌর এলাকার কবলা দলিল প্রতি ১লক্ষ টাকার দলিলে সরকারি রাজস্ব আসে ১১৫০০ টাকা কিন্তু আমরা নিয়ে থাকি ১২৫০০ টাকা এই ছাড়া আমরা দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা নেইয়া হইনা। আপনি সরাসরি এসে কথা বলেন সেটাই ভালো হবে।
সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহাবুব উল্লাহ বলেন, আমরা দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা নেয়া হয়না। অতিরিক্ত টাকা যদি দলিল লেখক সমিতির নামে কোন দলিল লেখক নিয়ে থাকে তাহলে আপনি থানায় অভিযোগ করতে পারেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]