সাতক্ষীরায় শহর সমন্বয় পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় শহর সমাজসেবা কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। সমন্বয় পরিষদের সভাপতি এ.কে.এম আবু জাফর সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শহর সমাজসেবা কর্মকর্তা মো: মশিদুল হক, সহ সভাপতি মো: শামসুজ্জোহা ও মনজুর হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, শ্যামল কুমার বিশ্বাস, আনজির হোসেন, লুইস রানা গাইন প্রমুখ।
সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব, প্রশিক্ষণার্থী বৃদ্ধিকরণ ও আধুনিক ল্যাব, অডিট এবং সমন্বয় পরিষদের এফ.ডি.আর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ আধুনিক কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]