নিজস্ব প্রতিনিধি : “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ"- এই প্রতিপাদ্য সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ জানুয়ারী) শীতের কুয়াশামাখা সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে নতুন বই হাতে পেল। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মুখরিত হয়ে ওঠ বিদ্যালয় প্রাঙ্গনে। আগামী নতুন স্বপ্ন আর শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে এগিয়ে যাবে।
বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো. সরোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, জেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান কবীর প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো. আতাউর রহমান, শেখ মোস্তাফিজুর রহমান, গাজী মোমিনউদ্দিন, আব্দুর রউফ, অভিভাবক ডা. শহিদুর রহমান, শামীমা আক্তার, শিক্ষক প্রতিনিধি এম আবু নাহিদ সাদীসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বই উৎসবে এ বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০০০ জন শিক্ষার্থীদের হাতে ১৮ হাজার নতুন বই তুলে দেয়া হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. ইয়াহিয়া ইকবাল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]