ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান কবীর, প্রাক্তন প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ ও হাবিবুল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ও মো. মতিউর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রউফ, শেখ মোবাশশেরুর রহমান, মো. আবুল হাসান, মো. ইয়াহিয়া ইকবাল, মোস্তফা খাইরুল আবরার,শেখ মুস্তাফিজুর রহমান, জিএম আলতাফ হোসেন, মোঃ আব্দুস সবুর, গাজী মোমিন উদ্দীন, নার্গিস আরাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য দিন ব্যাপী ১০০ মিটার দৌড়, মোড়গ লড়াই, উচ্চ লাফ, দীর্ঘ লাফ,গোলক নিক্ষেপ, বাস্কেট বলসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]