মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে নেশাজাতীয় দ্রব্য সেবন এখন নিয়মিত ঘটনার মতো হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ক্যাম্পাসে বিড়ি, সিগারেট ও গাঁজা সেবনের মতো অসামাজিক কর্মকাণ্ড প্রতিনিয়ত ঘটলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
অভিযোগ রয়েছে, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা ও সভাপতি নিয়মিত শোডাউন করলেও এসব অনিয়ম বন্ধে তারা মুখ খুলছেন না। ফলে সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস পরিবেশ দিন দিন অস্বাস্থ্যকর হয়ে উঠছে।
শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন—কলেজ অধ্যক্ষ সারাদিন এসি কক্ষে বসে থাকেন, কিন্তু ক্যাম্পাসে কী ঘটছে সে বিষয়ে খোঁজ নেন না কেন? তারা বলেন, “এটা কি সত্যিই একটি শিক্ষা প্রতিষ্ঠান, নাকি অন্যকিছুতে পরিণত হচ্ছে?”
শিক্ষার্থীরা আরও জানান, সাতক্ষীরা সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। অথচ নেশাজাতীয় দ্রব্য সেবন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় কলেজের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]