মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় মুখোমুখি হয় প্রাণিবিদ্যা বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগ। ৬০ মিনিটের নিয়মিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ট্রাইব্রেকারে হিসাববিজ্ঞান বিভাগ ৩-১ গোলে বিজয়ী হয়।
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবিরের কার্যক্রমের প্রশংসা করেন এবং আরও সুন্দর প্রোগ্রাম আয়োজনের আহ্বান জানান। প্রধান আলোচক মুহা. আল মামুন স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা ছাত্রজনতার ত্যাগ স্মরণ করিয়ে দিয়ে শিক্ষাবান্ধব, ন্যায়সঙ্গত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার গুরুত্বের ওপর জোর দেন।
বিশেষ অতিথি ছিলেন শহর শাখার অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম এবং তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামান।
সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপার নির্বাচিত হন বিজয় দলের সুমন অধিকারী। সর্বোচ্চ গোলদাতা হন প্রাণিবিদ্যা বিভাগের আবির হোসেন। শিক্ষার্থী ও দর্শকের উপস্থিতি খেলায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]