সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনে আয়োজিত কুচকাওয়াজ, শরীর চর্চা ও মনোজ্ঞ ডিসপ্লেতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এর পরে দুপুর ২ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, মুহাঃ আবুল খায়ের, সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান, মোহাম্মদ হাবিবুল্লাহ, আনোয়ার কবির, ওয়ালিদুর রহমান, রবিউল ইসলাম তুহিন প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ।
অনুষ্ঠান শেষে স্বাধীনতা দিবসের এই দিনে শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্বাধীনতা দিবসে উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চীপ ইনস্ট্রাক্টর রঞ্জন কুমার সরকার, চীপ ইন্সট্রাক্টর ধর্মদাশ সরকার, চীপ ইন্সট্রাক্টর মো. মাহবুবুর রহমান, চীপ ইন্সট্রাক্টর (আরএসসি) মো. আব্দুল আলিম, ইন্সট্রাক্টর শরিফুল ইসলাম, ইন্সট্রাক্টর আবুল কালাম আজাদ, মো. শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে খুলনা রোডস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের কুচকাওয়াজ, শরীরনচর্চা ও ডিসপ্লে অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এবারের কুচকাওয়াজে ১ম স্থান ও শরীর চর্চা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন বিদ্যালয়টি।
এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে ২৬ মার্চ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]