আবু সাঈদ, সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরর চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক ইংরেজি বিভাগীয় প্রধান প্রফেসর শশীভূষণ পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মেদ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল-মুত্তাসিম বিল্লাহ, অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ওলিউর রহমান, নবীন বরণ অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন প্রথম বর্ষের শিক্ষার্থী ফারিহা সুলতানা আশা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদিয়া সুলতানা প্রমুখ।
এসময় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অর্থনৈতিক বিভাগের প্রভাষক আশরাফ হোসেন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগীয় প্রধান সোহানা রুম্মান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]