সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোকিত এই দিনে সকল বীর মুক্তিযোদ্ধা শাহাদাতবরণকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান।
প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু'র সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ মতিউর রহমান।
বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ ইয়াহিয়া ইকবাল, আব্দুল হাসান, গাজী মোমিন উদ্দিন ও শেখ মুস্তাফিজুর রহমান। এ দিবস টি উপলক্ষে আলোচনা, স্বাধীনতার প্রামাণ্য ভিডিও প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সকালে র্যালি সহকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর পরে সাতক্ষীরা স্টেডিয়ামে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচিতে কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে তে অংশগ্রহণ করেন।
বিদ্যালয় প্রবন্ধ প্রতিযোগিতা চিত্র অংকন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর উপর বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবশেষে শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়।
দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিল্লুর রহমান।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করে বিদ্যালয়ের শিক্ষার্থী আবু নাহিদ সাদী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]