নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ কর্তৃপক্ষ আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যক্ষ আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মোঃ আলতাফ হোসেন, ইতিহাস বিভাগের পলাশ কুমার মল্লিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সৈয়েদা সুলতানা শিলা, বিএম শাখার আযাহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আবদুল ওহাব আজাদ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে আঁকড়ে ধরে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে সকলের মাঝে তা ছড়িয়ে দেয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]