ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্তে ১ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ১১টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে এ আটকের ঘটনা ঘটে।
আটক জাকির হোসেন (৩১) ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামের আরিজুল মোল্যার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার শহীদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাকে আটক করে। এসময় তার কোমড়ে গামছা দিয়ে পেচানো অবস্থায় ১১টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারগুলোর ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫’শত টাকা।
সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান, জব্দকৃত সোনার বার শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]