সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা সীমান্ত থেকে সাতটি স্বর্ণেরবার আটক করেছে বিজিবি। এসময় চোরাকারবারির ফেলে যাওয়া একটি পুরনো মোটরসাইকেলও বিজিবি আটক করে। বুধবার (৩ জুলাই) দুপুরে আটককৃত সাতটি স্বর্ণের বারের ওজন ৮২০ গ্রাম। মূল্য ৮২ লাখ ৪৫ হাজার একশ টাকা। মোটরসাইকেলের মূল্য ৮০ হাজার টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে পাচার করার জন্য স্বর্ণের একটি চালান সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা উপজেলার বৈকারী বিওপি’র এলাকাধীন সীমান্ত পিলার ৭/৫১-এস হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাথন্ডা এলাকায় বিজিবি অবস্থান নেয়।
নায়েব সুবেদার মোঃ শামীম আলম এর নেতৃত্বে চৌকষ আভিযানিক দলটি উল্লেখিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে কাথন্ডা পাকা রাস্তায় মোটরসাইকেল যোগে আগত চোরাকারবারীকে ধাওয়া করলে স্বর্ণ চোরাকারবারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময়ে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাসী করে পলিব্যাগের মধ্য হতে সাতটি স্বর্ণের বারসহ পুরাতন মোটরসাইকেলটি আটক করে।
তিনি বলেন, এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]