ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শহরের মুন্সিপাড়াস্থ মোসলেমা আদর্শ একাডেমি প্রাঙ্গনে এলাহি বক্স ইসলামী সোসাইটি সাতক্ষীরার উদ্যোগে সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্রের সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমি শেখ নুরুল হুদা, শহর জামায়াতের আমীর সেক্রেটার খোরশেদ আলম, নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু, সাতক্ষীরা ইউথ ক্লাবের সভাপতি এডভোকেট আবু তালেব, বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহীদ হাসান, মোসলেমা আদর্শ একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদী হাসান।
পরে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের বাস্তবায়নে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে রোগী দেখেন ডাঃ মেহেরুর।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক শেখ আব্দুল গফুর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]