শাহ জাহান আলী মিটন : ফিলিস্তানে ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পরে হাজার হাজার সাতক্ষীরা বাসীর অংশগ্রহণে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর হতে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশার এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরা জেলার সেক্রেটারী হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা সদর শাখার সেক্রেটারি হাফেজ অহিদুজ্জামান অহিদ, পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন, জাতীয় ইমাম সমিতির সদর সেক্রেটারী মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,সাতক্ষীরা ইমাম-মুয়াজ্জিন কল্যান পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল।
এছাড়া আরো বক্তব্য রাখেন মুফতি নুরুল্লাহ, হাফেজ শাহাদাত হোসেন, মুফতি আখতারুজ্জামানসহ হাফেজ কল্যান পরিষদ ও জাতীয় ইমাম সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সহ সকল মুসলিম দেশে ইসরাইলি পণ্য বয়কট করতে হবে। আমরা সকলে মনে প্রানে ফিলিস্তিনে বাসীর জন্য দোয়া করব এবং ইসরাইল সহ তাদের মিত্রদের এই নৃসংস গণহত্যার বিচারের দাবি জানাচ্ছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]