সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এম.পি এড. শেখ আনছার আলী ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে মস্তিস্কের রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
শেখ আনছার আলী ১৯৯১-৯৬ সালে সাতক্ষীরা-১ আসনে জামায়াত দলীয় সংসদ সদস্য ছিলেন।
স্থানীয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সাবেক সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ইতোমধ্যে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিও উঠেছে নানান মহলে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]