আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ওয়ার্কার্স পার্টির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
রবিবার (২০ নভেম্বর) বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি।
এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য। ২০১৪ ও ২০১৮ সালের দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হন তিনি। তিনি জনপ্রশাসন ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাতক্ষীরা জেলা ওয়ার্কার্সপার্টির সাবেক সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে সাতক্ষীরা জজ কোর্টের সরকারি পিপি (পাবলিক প্রোসিকিউটর) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দলীয় মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবমৈত্রী কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক তাপস দাস, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো, সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, সাংগঠনিক সম্পাদক নূর নিরব, ওয়ার্কার্সপার্টির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, মুর্শিদ আক্তার নাহার, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির নেতা জাহাঙ্গীর আলম ফজলু, যুব মৈত্রী ঢাকা মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক অম্বিক মন্ডল প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]