দেলোয়ার হোসেন, কলারোয়া : বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী অবস্থানের মধ্যেই শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে মনোনয়ন ফরম কিনেছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে এই আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের কাছ থেকে তার কার্যালয়ে ফিরোজ আহমেদ স্বপনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সহধর্মিণী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না।
সেসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজীর হোসেন হেলাল, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এস.এম আফজাল হোসেন হাবিল, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসমলাম, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, সাবেক চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, শহিদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এর আগে শনিবার সকালে রাজধানী ঢাকায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফিরোজ আহম্মেদ স্বপন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]