দেলোয়ার হোসেন, কলারোয়া (সাতক্ষীরা): বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী অবস্থানের মধ্যেই গত শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি, যুবলীগ সভাপতি, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক দুই বারের ভাইস-চেয়ারম্যান, বর্তমানে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের কাছ থেকে তার কার্যালয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান তার ভাই আমিনুল ইসলাম লাল্টুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ইউএনও কৃষ্ণা রায় জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১০৫, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) থেকে আমিনুল ইসলাম লাল্টু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি, চেয়ারম্যান স.ম মোর্শেদ আলী ভিপি, উপজেলা যুবলীগ সভাপতি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কাজী শাহাজাদা, চেয়ারম্যান আবুল কালাম, চেয়ারম্যান ডালিম হোসেন, সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবি মল্লিক, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]