দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন সহ বিভিন্ন দল থেকে মনোনীত ও স্বতন্ত্র ১২ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত করা হয়েছে।
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসন থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার(৩ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত করা হয়।
সাতক্ষীরা -১ আসনে অপর বৈধ ১২ প্রার্থীরা হলেন, আওয়ামীগ মনোনীত নৈকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন, ওয়ার্কার্স পার্টির এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জাতীয় পার্টির সাবেক এমপি সৈয়দ দিদার বখত, জাসদের শেখ ওবাদুস সুলতান বাবলু, বাংলাদেশ কংগ্রেসের এ্যাড: ইয়ারুল ইসলাম, জাকের পার্টি মো: খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইন্জিনিয়ার শেখ মুজিবুর রহমান।
স্বতন্ত্র প্রার্থী তালা উপজেলা আ'লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা আ'লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম মুজিবর রহমান, মুক্তি জোটের প্রার্থী শেখ মো: আলমগীর, স্বতন্ত্র প্রার্থী আ'লীগ নেতা প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও তৃণমুল বিএনপি'র সুমি ইসলাম। তালা- কলারোয়া সংসদীয় আসনে কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]