ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা ২ আসনে (সদর ও দেবহাটা) ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদলনেতা এড. মাহমুদুল হোসাইন শাহীন ধানের শীষ প্রতীকে গণসংযোগ করেছেন।
সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে তিনি এ গণসংযোগ শুরু করেন। পরে তিনি গাড়িবহর যোগে নেতাকর্মীদের সাথে নিয়ে দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগ কালে তিনি তারেক রহমানের ৩১ দফার বার্তা মানুষের কাছে তুলে ধরে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম খোকা, যুগ্ম আহবায়ক আব্দুল গফফার, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফিরোজ হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুজ্জামান, আব্দুল্লাহ, আসাদুল আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহমাদ আলী, আরাফাত, আব্দুর রহমান চঞ্চল, জাবিরুল ইসলাম প্রমুখ।
গণসংযোগ কালে এড. মাহমুদুল হোসাইন শাহীন বলেন ধারের শীষ প্রতীকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। সাতক্ষীরার রাস্তাঘাটের পরিবর্তন হবে। আমি ধানের শীষ প্রতীকে মনোনয়ন না পেলেও জনগনের পাশে থেকে সেবা করে যাবো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]