
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় উত্তাল হয়ে উঠেছে এলাকা।
শনিবার (০৮ নভেম্বর) ৫ম দিনে কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপির কার্যালয়ে হাজির হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তার কর্মী-সমর্থকরা। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীদের মুখে ছিল নানা স্লোগান ‘গরিবের ডাক্তারকে চাই’, ‘হটাও কাজী, বাঁচাও ধানের শীষ’। এতে কালিগঞ্জের আশপাশের এলাকা স্লোগানে মুখর ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। বক্তারা অভিযোগ করে বলেন, ডা. শহিদুল আলম হচ্ছেন জনমানুষের নেতা, গরিবের ডাক্তার। তাকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনটি বিএনপির হাতছাড়া হবে। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুল আলমের মনোনয়ন দেওয়ার দাবি জানান। সমাবেশে নেতাকর্মীরা বলেন, আমাদের ৭ দিনের ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে ।
দাবি না মানা পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চলবে এবং প্রয়োজন হলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে যাত্রা করবেন বলে জানান তারা। ৫ম দিনের কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপি’র সদস্য শেষ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আহম্মেদ, যুগ্ম-আহবায়ক কাজী রাব্বি, সদস্য সচিব আব্দুল আজিজ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহম্মেদ, সদস্য সচিব কাজী সোহেল, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু ফরহাদ সাদ্দাম, সদস্য সচিব পারভেজ, কালিগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক সেলিম হোসেন, কালিগঞ্জ উপজেলা তাঁতিদলের সভাপতি ফারুক হোসেন, জেলা হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম-আহবায়ক মিলন সরকার প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]