দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে টানা ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা.রুহুল হক। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য।
আশাশুনি ও দেবহাটা উপজেলা এবং কালিগঞ্জ উপজেলার আংশিক নিয়ে গঠিত সাতক্ষীরা-৩ আসন।
১৫৪টি কেন্দ্রের মোট ভোটার ৪লাখ ৩১ হাজার ৩৮০ ভোট। নৌকার প্রার্থী মোট ভোট পেয়েছেন ১লাখ ৭৩হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গলের আলিপ হোসেন পেয়েছেন ১২৪৭৩ ভোট। এছাড়া এনপিপির আম প্রতীকে আব্দুল হামিদ পেয়েছেন ৪১৮৩, জাকের পার্টির গোলাপ ফুলে মঞ্জুর হাসান ১৮৫৫, তৃণমূল বিএনপির সোনালী আঁশে রুবেল হোসেন ৮৪৭ ও সাম্যবাদী দলের চাকা প্রতীকে শেখ তারিকুল ইসলাম পেয়েছেন ৭৭৮ ভোট।
প্রদত্ত ভোটের শতকরা হার ৪৬ দশমিক ৮৯ ভাগ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]