আবু সাঈদ: হিন্দু সম্প্রদয়ের বড় উদসব দূর্গাপূজা নির্বিগ্নে পালন করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আয়োজনে বুধবার সকালে বৈশাখী হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎবফর রহমান, প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এড নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, আলহাজ্ব কবির হোসেন। এসময় বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল হাসান, বল্লি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল গনি, তাজ্জামান তাজু। ঝাউডাঙ্গা ইউনয়ন বিএনপির আহবায়ক বাবলুর রহমান, বাশদহা ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আক্তার, কুশখালির বিএনপির আবুল বাসার। ঘোনা ইউনিয়ন বিএনপির আহবায়ক কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক, আবুল বসার। ফিংড়ি ইউনীয়ন বিএনপির আহবায়ক আবু বকর, ভোমরা ইউপি বিএনপির আহবায়ক সাইনুর রহমান, আগরদাড়ি ইউপি বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন সিরাজী। বক্তব্যে সকলে বলেন বৈষম্য ছাত্র আন্দোলন এর মাধ্যমে শৈরাচার হাসিনার পতন হয়। মানুষের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে যার লক্ষ্যে বিএনপির সকল নেতা কর্মীদের ধর্মের উদ্ধে থেকে দেশের সকল মানুষের নিরাপত্তা সহ শান্তি বজায় রাখব। উপজেলা বিএনপির আয়োজনে পূজা মন্ডপে সেচ্ছাসেবক নিয়জিতসহ বিএনপির পক্ষ থেকে সার্বক্ষণিক সেবা দেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]